মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে অপরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে ধলামিয়া (৩৫) নামের এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। ধলামিয়া উপজেলার বাবুখালী ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামের আমিনউদ্দীন মুন্সির ছেলে। পরিবার সূত্রে জানা যায়, এ দিন সকালে কাজের প্রয়োজনে ধলামিয়া পুকুরে গেলে মৃগী রোগ বেড়ে পানিতে ডুবে যায়। কিছু সময় পর থেকে বাড়ীর সবাই তাকে খুঁজতে থাকে। পরে বাড়ীর পাশে একটি অপরিত্যক্ত পুকুরে ভাসতে দেখা যায়। বাড়ী ও এলাকার লোকজন তাকে তুলে আনলেও ততক্ষণে সে মারা যায়। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ^াস জানান, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।



































































