পঞ্চগড় প্রতিনিধি
তেঁতুলিয়ায় ট্রাকচাপায় রাজু (৩৫) নামে এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার সর্দারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজু দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন। তিনি সর্দারপাড়া এলাকায় ছয়মাস আগে শ্বশুরবাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করে পাথর ব্যবসা করতেন।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। সর্দারপাড়া এলাকায় ঈদগাহের সামনে তেঁতুলিয়া-বাংলাবান্ধা সড়ক হতে বাড়ির দিকে পার্শ্বরাস্তায় মোটরসাইকেলটি বামপাশে ঘুরাতেই পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতার করতে আমাদের অভিযান চলছে।

				

































































