নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই-সংগ্রাম শেষে আজ নিজ জেলা বগুড়ায় নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই যুগ পর ‘ঘরের ছেলে’র ফিরে আসার খবরে উচ্ছ্বসিত বগুড়াবাসী।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। তিনি নিজেই বগুড়া-৬ (সদর) আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তার মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সঙ্গে বগুড়া এসেছিলেন তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের হাতেখড়ি। বর্তমানে তিনি দলের চেয়ারম্যান।
প্রায় ২০ বছর পর তার এই প্রত্যাবর্তনকে বরণ করে নিতে শহরজুড়ে চলছে সাজ সাজ রব। সকাল থেকেই ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হচ্ছেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে। রাজনৈতিকভাবে এই জেলাকে বিএনপির দুর্গ হিসেবে বিবেচনা করা হয়। এবারই প্রথম তারেক রহমান এই আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। আজকের জনসভা থেকে তিনি নিজের ও দলের জন্য ভোট প্রার্থনার পাশাপাশি বগুড়ার বাকি ৬টি আসনের দলীয় প্রার্থীদেরও জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন।
জনসভা শেষে আজ রাতে তিনি নিজ জেলাতেই অবস্থান করবেন। আগামীকাল শুক্রবার তিনি রংপুর সফরে যাবেন। সেখান থেকে ফিরে আবারও বগুড়ায় রাত যাপন করবেন এবং পরদিন শনিবার রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।



































































