মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারের ভাঙ্গাচুরা রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছেন বাজারের ব্যবসায়ীরা। পৌর বাজারের রমণী শাড়ী ঘরের সামনে থেকে শুরু করে কাঁচা বাজার হয়ে কাপড় পট্টির রাস্তাটির দশা বেহাল। দীর্ঘদিন থেকে রাস্তাটি মেরামত না করায় বর্ষা মৌসুমে চলাচলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতাদের।
আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে গত শনিবার সকাল ১০টায় ব্যবসায়ীরা নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা। তাই সকল ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করা হয়েছে। আমরা ফুলবাড়ীবাসীর জন্য ভালো কিছু করতে চাই। তারই অংশ হিসেবে এই রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো কিছু করার উদ্যোগ গ্রহণ করা হবে। রাস্তা মেরামতে সার্বিক সহযোগিতা করেছে ফুলবাড়ী পৌরসভা
এ বিষয়ে ফুলবাড়ী পৌর প্রশাসক ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম জানান, বর্তমানে পৌরসভার বাজেট না থাকায় রাস্তাটি সম্পূর্ণভাবে মেরামত করা পৌরসভার পক্ষে সম্ভব নয়। ব্যবসায়ীরা উদ্যোগ গ্রহণ করেছে এবং আমাদের কাছে আবেদন করেছে সিমেন্টের বস্তার জন্য। পৌরসভার পক্ষ থেকে সিমেন্টের বস্তা দিয়ে রাস্তা মেরামতে সহযোগিতা করা হবে। ব্যবসায়ীদের এমন উদ্যোগ এলাকার জন্য কল্যাণ ও মঙ্গল বয়ে আনবে- এমনটাই প্রত্যাশা করি।



































































