স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে ইতিহাস গড়লো বাংলাদেশ। সাফ নারী ফুটসালে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রার পূর্ণতা পেল শিরোপা জয়ে। টুর্নামেন্টের অলিখিত ফাইনালে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটসাল মুকুট মাথায় তুলল সাবিনা খাতুনের দল।
রোববার ব্যাংককের ননথাবুরি হলে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। যদিও ম্যাচের শুরুতেই মাসুরা পারভীনের একটি ভুলে গোল হজম করে পিছিয়ে পড়েছিল লাল-সবুজের দল। তবে সেই ধাক্কা সামলে উঠতে সময় নেননি অধিনায়ক সাবিনা। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলার মেয়েরা। এই অর্ধে মালদ্বীপের জালে আরও ৮ বার বল পাঠায় তারা। বিপরীতে হজম করে মাত্র ১টি গোল। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই ১৪-২ গোলের পাহাড়সম জয় নিয়ে উৎসবে মেতে ওঠে পুরো দল।
দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিংবদন্তি ফুটবলার সাবিনা খাতুন। একাই করেছেন ৪ গোল। পুরো টুর্নামেন্টে ১৪ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি। জয়ের দিনে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লিপি আক্তার।
এছাড়া অভিজ্ঞ ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার করেছেন জোড়া গোল। গোলদাতার তালিকায় আরও নাম লিখিয়েছেন মাসুরা পারভীন, নওশীন জাহান নীতি, সুমাইয়া মাতসুশিমা, নিলুফা ইয়াসমিন নিলা ও মেহেনুর আক্তার।
সাত জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ছিল কার্যত অপরাজেয়। ৫ জয় এবং ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে মিশন শুরু করা বাংলাদেশ এরপর একে একে নেপাল (৩-০), শ্রীলঙ্কা (৬-১) এবং পাকিস্তানকে (৯-১) বিধ্বস্ত করে। কেবল ভুটানের বিপক্ষে ড্র করেছিল সাবিনারা। শেষ ম্যাচে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়ে অপরাজিত থেকেই শিরোপা নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা।



































































