স্পোর্টস ডেস্ক: ইনজুরি আর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে বিশ্বমঞ্চে ফেরার স্বপ্ন বুনছেন নেইমার জুনিয়র। গত ২০২৫ সাল চোটের কারণে প্রত্যাশামতো না কাটলেও, নতুন বছর ২০২৬-এর শুরুতেই নিজের আত্মবিশ্বাসের কথা জানান দিলেন এই ব্রাজিলীয় তারকা। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলা নেইমার বিশ্বাস করেন, কেবল অংশগ্রহণই নয়, ব্রাজিলকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করার ক্ষমতা রাখেন তিনি।
সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত একটি ফুটবল ইভেন্টে নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করেছেন নেইমার।
তিনি বলেন, ‘২০২৬ সালের শুরুটা আমরা দারুণভাবে করেছি। এখন আমাদের সব লক্ষ্য জুন ও জুলাই মাসকে ঘিরে। ইনশাল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাজিল আবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে।’
তার এই মন্তব্য ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে যে, নেইমার হয়তো তার শেষ সুযোগটি কাজে লাগাতে মরিয়া।
নেইমারের এই ফেরার পথ অবশ্য খুব একটা সহজ নয়। ব্রাজিল জাতীয় দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত তাকে দলে ডাকেননি। ২০২৩ সালের পর থেকে নেইমারকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পেতে হলে কেবল নাম নয়, শারীরিক সক্ষমতা ও ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে। ফলে সান্তোসের হয়ে প্রতিটি ম্যাচই এখন নেইমারের জন্য নিজেকে প্রমাণের লড়াই। ব্রাজিল দলকে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত করার ফাঁকেই কার্লো আনচেলত্তিকে সম্প্রতি দেখা গেছে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের আঙিনায়। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তে ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। বর্তমানে অত্যন্ত ধীরস্থির ও পরিকল্পিতভাবে ব্রাজিল দলকে বিশ্বকাপের জন্য গড়ে তুলছেন তিনি।
৩৪ বছর বয়সী নেইমার জানেন, তার সময় ফুরিয়ে আসছে। বিশ্বকাপের সোনালী ট্রফিটি এখনও তার জন্য অধরা। তবুও অদম্য ইচ্ছাশক্তি আর ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে তিনি অবিচল।



































































