আন্তর্জাতিক ডেস্ক: ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী আন্দোলনে অস্থিতিশীল পরিবেশ ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। ইরানের বিক্ষোভ নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এই পতন দেখা গেছে।
বৃহস্পতিবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩ দশমিক ০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ দশমিক ১৬ ডলারে নেমে আসে। ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ যার দাম ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫৭ ডলার।
ইরানের পরিস্থিতি তেলের সরবরাহে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় বুধবার তেলের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের পেছনে ট্রাম্পের বক্তব্যকে কারণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছে, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকান্ড বন্ধ করা হয়েছে।



































































