শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হলো।
গতকাল বুধবার দুপুরে জাজিরা থানার ওসি সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে নয়নের মৃত্যু হয়। নিহত নয়ন জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের জয়নাল মোল্লা ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে জাজিরার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি এলাকার সাগর বেপারীর বাড়িতে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে সোহান ও নবীন নামে দু’জন নিহত হন। আহত হন নয়ন মোল্লা। নয়নকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা। ছয়দিন পর ১৩ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাজিরা থানার এসআই আবুল কালাম আজাদ বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে জাজিরা থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, মুলাই বেপারীকান্দি গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনায় নয়নসহ তিনজনের মৃত্যু হলো। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
কয়েকদিন ধরে জাজিরার বিলাসপুরে এলাকায় উত্তেজনা চলছিল। গত ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে একটি বাড়িতে বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। এর কিছু দূরে ক্ষেতে সোহান বেপারী লাশ পাওয়া যায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।



































































