মোঃ আল-আমিন শাওন, শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অধীনে ১২, ১৩ ও ১৪ইং তারিখে যথাক্রমে দারুল আমান ইউপির দারুল আমান উচ্চ বিদ্যালয়ের সামনে, ইসলামপুর ইউপির তিলই বটতলা মোড় ও শিধলকুড়া ইউপির শিধলকুড়া বাজারে বিকাল ৫টায় ভিডিও শো অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করাই হচ্ছে এ ভিডিও শো’র অন্যতম লক্ষ্য। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সহায়তা পায় এবং ১০ টাকা ও ২০ টাকা ফি দিয়ে গ্রাম আদালতে মামলা করা যায় ও ৩ লক্ষ টাকা মূল্যমানের বিরোধ গ্রাম আদালত নিষ্পত্তি করতে পারে, সে বিষয়ে বুঝানো হয়। ভিডিও শো’র শেষে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ উত্তরদাতাদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
ভিডিও শোতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রাম আদালত (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ তৌফিকুল ইসলাম, ডামুড্যা উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর উৎপল মন্ডল, গ্রাম পুলিশ ও সমাজের বিভিন্ন স্তরের জনগণ।



































































