নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশে পাঁচ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।”
গাজীপুরের কালিয়াকৈরে আজ সোমবার দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন। এই লক্ষ্য পূরণে গত বছরের আগস্ট থেকেই সুপরিকল্পিত প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, দুই লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং তিন হাজারেরও বেশি ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া সাড়ে চার লক্ষাধিক সদস্যকে আধুনিক সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে এক হাজার ১৯১টি স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য কাজ করবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে।”
উপদেষ্টা জাহাঙ্গীর আলম আনসার সদস্যদের যেকোনো ধরনের অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকান্ড থেকে দূরে থাকার কড়া নির্দেশনা দেন।
‘বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। অন্যায়ের কাছে মাথা নত না করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’-উল্লেখ করেন তিনি।
দুর্নীতিকে রাষ্ট্রের প্রধান শত্রু অভিহিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো সদস্য যদি ব্যক্তিগত স্বার্থ বা লোভের বশবর্তী হয়ে কাজ করেন, তবে তিনি শুধু আইনই ভাঙবেন না, বরং রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করবেন।
সততা ও নৈতিকতাই যেন প্রতিটি সদস্যের মূল পরিচয় হয়, সেই আহ্বান জানান তিনি।
এদিন ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা ও আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ (পাসিং আউট প্যারেড) অনুষ্ঠিত হয়।



































































