আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। এই ঘোষণাকে কেন্দ্র করে লাতিন আমেরিকার ভূরাজনীতিতে উত্তেজনা দ্রুত বাড়ছে।
ট্রাম্প তার মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ রবিবার ১১ জানুয়ারি একটি ছবি প্রকাশ করেন। ছবির সঙ্গে যুক্ত লেখায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। ঘোষণার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ-এর ঠিক এক সপ্তাহ আগে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হন বলে জানানো হয়।
গত ৩ জানুয়ারি ঘটনার সূত্রপাত। সেদিন ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি আকস্মিক অভিযান চালায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি আছেন এবং মাদক পাচারসংক্রান্ত অভিযোগে তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওই অভিযানের সময় দেশটিতে প্রাণহানির ঘটনাও ঘটে; বিভিন্ন প্রতিবেদনে অন্তত শতাধিক মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে।
ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদকে কেন্দ্র করেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর আগে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছিল, দেশটির জ্বালানি খাতের তদারকি যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। সাম্প্রতিক এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং সরকার সংস্কারের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নেবে। তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি অনুকূল হলে তেলের মালিকানা ভবিষ্যতে পুনরায় ভেনেজুয়েলার সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, ট্রাম্পের এই ঘোষণা মূলত তেলসম্পদের ওপর প্রভাব জোরদার করার কৌশলগত পদক্ষেপ।
অন্যদিকে, মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। সেনাবাহিনীর সমর্থনও তিনি পান। ক্ষমতা গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক দাবিতে সেই রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে পড়েছে।
বর্তমানে ভেনেজুয়েলায় একই সঙ্গে দুইজন-ডেলসি রদ্রিগেজ ও ডোনাল্ড ট্রাম্প-নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করায় দেশটির প্রশাসনিক ও সার্বভৌম সংকট চরম আকার নিয়েছে।



































































