নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী সময়ের নিরাপত্তা ব্যবস্থাপনা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার ১১ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় সকাল ১০টায়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। বৈঠকে নির্বাচন কমিশনের সচিবও উপস্থিত ছিলেন।
নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিকল্পনা এবং মাঠপর্যায়ে দায়িত্ব বণ্টন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলক্ষ্যেই আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই বৈঠক আয়োজন করা হয়েছে।
বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের মহাপরিচালক এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালনের মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।



































































