নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দলের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, রোববার সকাল সোয়া ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত, যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান। এর আগে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
ঢাকার ২০টি আসনের মধ্যে যেসব আসন বিএনপি আগে ফাঁকা রেখেছিল, ঢাকা-১৭ তার অন্যতম। এই আসনে বিএনপির শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা গেলেও পরে তিনি তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা-১৭ ছেড়ে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। পার্থের পক্ষ থেকে ভোলা-১ আসনে মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, সেই প্রক্রিয়াও তিনি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।



































































