নিজস্ব প্রতিবেদক: দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থনীতি নিয়ে কি আপনি সন্তুষ্ট -এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি, ওভারঅল ম্যাক্রো অর্থনীতি নিয়ে আমরা সন্তুষ্ট। এখন আমি একা না, সবাই বলে আপনারা মনে মনে জানেন আবার মাঝে মাঝে অবশ্য বলেন যে, এটা একেবারে সন্তুষ্ট না। আর মাইক্রো লেভেলে কিছু কিছু জায়গায় ডেফিনেটলি সার্বিকভাবে- পৃথিবীর কোনো দেশ কিন্তু একবারে সব সেক্টরে খুব ভালো চলবে তা না। এটা সম্ভব না, কারণ এই ক্যাপিটাল বেশিরভাগ নির্ভর করে আপনার বিভিন্ন স্টেকহোল্ডারের পারফরম্যান্সে। তাদের মনিটর করা, শুধু সরকারে আমি বসে অর্থমন্ত্রণালয় সবটা কন্ট্রোল করতে পারব না।
বিগত সরকারগুলি বিপুল অংকের ব্যাংক ঋণ নিয়ে সরকার চালাতো। এখন দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ৫০ হাজার কোটি টাকারও বেশি অলরেডি ঋণ নিয়েছে- এটার কারণ কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা দেখবেন তারা (বিগত সরকার) যে প্রজেক্ট নিয়েছে সবগুলি প্রজেক্ট আমরা এবার করতে পারব না। অনেক প্রজেক্ট ৫০ শতাংশ ৬০ শতাংশ হয়ে গেছে। যদিও অনেক রকম প্রশ্ন অনেকের আছে, সেগুলো আমরা ক্লোজ করলে তো…। সার্বিকভাবে যেটা আমরা ডেড ওয়েট লস বলি। যে টাকা দিয়েছেন সেই টাকা পুরাটাই লস। অতএব এই কনসিডারেশনে বেশ কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করেছি।
তিনি বলেন, আর আমরা নতুন প্রজেক্ট কিন্তু খুব বেশি নেইনি আপনারা দেখেছেন। অতএব সেই হিসেবটা আমাদের আছে। আর ৬ বিলিয়ন ডলার আমরা ঋণ পরিশোধ করেছি। এগুলো কোথা থেকে আসবে টাকা-পয়সা?
মূল্যস্ফীতি আবার বেড়ে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এজন্য আজকে ৫০ হাজার টন চাল আনা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ে আসছি।



































































