স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্টের হতাশায় পুড়ছিল দল। তবে দ্বিতীয়ার্ধে সেই আক্ষেপ ঘুচল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে। তার জোড়া গোলে ওসাসুনাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা।
শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণে ওঠে বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ২৩ মিনিটে ফেরান তোরেস একবার ওসাসুনার জালে বল জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়ে যায়। এরপর ৪০ মিনিটে লামিন ইয়ামালের ক্রস থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তোরেস। এরিক গার্সিয়ার দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও সুযোগ নষ্ট করেন তরুণ তারকা ইয়ামাল। ফলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কাতালানরা। অবশেষে ৭০ মিনিটে আসে কাঙ্খিত সাফল্য। মাঝমাঠ থেকে পেদ্রির দুর্দান্ত দৌড় ও নিখুঁত পাস খুঁজে নেয় রাফিনিয়াকে। সুযোগ পেয়ে নিচু শটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।
প্রথম গোল হজমের পর ওসাসুনা কিছুটা সামনে এগিয়ে খেলার চেষ্টা করলে বার্সেলোনার সামনে আরও সুযোগ তৈরি হয়। ম্যাচের ৮৬ মিনিটে জয় নিশ্চিত করেন সেই রাফিনিয়াই। সতীর্থ জুল কুন্দের ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে রাফিনিয়ার সামনে চলে আসে, সহজ এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি।
এই জয়ের ফলে লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও সুসংহত করল তারা। ১৭ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৪৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে রয়েছে ওসাসুনা।



































































