নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংককে পরিশোধিত মূলধন হিসেবে ৩৫ হাজার কোটি টাকা দেওয়ার সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসাবে এ টাকা দেওয়া হলো। অর্থ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রদানকৃত অর্থের ভিত্তিতে হিসাব মহা-নিয়ন্ত্রক (সিজিএ) বাংলাদেশ ব্যাংক বরাবর ডেবিট অথরিটি জারি করবে এবং বাংলাদেশ ব্যাংক সরকারি হিসাব ডেবিট করে এ অর্থ ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ এর অনুকূলে পরিশোধ করবে। এজন্য প্রদানকৃত অর্থ ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ এর অনুকূলে ইক্যুইটি হিসেবে গণ্য হবে এবং ওই ইক্যুইটির বিপরীতে বাাংলাদেশ সরকারের (অর্থ বিভাগ) অনুকূলে প্রয়োজনীয় সংখ্যক সাধারণ শেয়ার ইস্যু করতে হবে; এবং এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে।
এ বিষয়ে অর্থ বিভাগ সূত্র জানায়, আপাতত ২০ হাজার কোটি টাকার বিপরীতে আমাদের অনুকূলে (অর্থ বিভাগে) শেয়ার ইস্যু করবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। ভবিষ্যতে এ শেয়ার দেশি বা বিদেশি উদ্যোক্তাদের কাছে বিক্রি করে টাকা তুলে নেওয়া হবে।
গত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক লুটপাটের ফলে ব্যাংকগুলো বিপর্যস্ত হয়। ২০২৪ সালে আগস্টে রাজনৈতিক পট পরিবতর্নের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয়। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। তারই অংশ হিসেবে একীভূত হয় এবং পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয় ৩৫ হাজার কোটি টাকা। যা সরকার সরবরাহ করবে। সে টাকা সরকার চলতি বছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দিল।



































































