স্পোর্টস ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলার কথা এই মেগা আসরের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারকারী প্রতিষ্ঠান ‘জিওস্টার’ তাদের চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে।
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত জিওস্টার আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, তারা চার বছরের মিডিয়া স্বত্ব চুক্তির বাকি দুই বছর চালিয়ে যেতে অক্ষম।
‘দ্য ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, বিশাল অংকের আর্থিক লোকসানের কারণেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
রিপোর্টে বলা হয়েছে, স্পোর্টস কন্টেন্ট থেকে আয় ও ব্যয়ের মধ্যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে।
জিওস্টারের অডিট রিপোর্ট অনুযায়ী, মাত্র এক অর্থবছরে খেলাধুলার কন্টেন্ট বাবদ তাদের সম্ভাব্য লোকসানের পরিমাণ ১২ হাজার ৩১৯ কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৬০ কোটি রুপিতে। এই বিশাল আর্থিক চাপ সামলাতে না পেরেই তারা আইসিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে।
উল্লেখ্য, ২০২৪-২৭ চক্রের জন্য আইসিসির সঙ্গে জিওস্টারের চুক্তিটি ছিল প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের। এই চুক্তির আওতায় প্রতি বছর অন্তত একটি সিনিয়র পুরুষদের টুর্নামেন্ট অন্তর্ভুক্ত ছিল।
আইসিসির নতুন সংকট ও অনাগ্রহী বায়াররা জিওস্টারের সরে যাওয়ার সিদ্ধান্তে আইসিসির পরিকল্পনায় বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে আইসিসি ২০২৬-২৯ চক্রের জন্য ভারতের মিডিয়া স্বত্ব বিক্রির নতুন প্রক্রিয়া শুরু করেছে এবং এর জন্য প্রায় ২.৪ বিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করেছে।
ইতিমধ্যে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই), নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করেছে আইসিসি। কিন্তু চুক্তির উচ্চমূল্যের কারণে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই তেমন আগ্রহ দেখায়নি। সব মিলিয়ে, নতুন কোনো সম্প্রচারকারী নিশ্চিত না হওয়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার পরিকল্পনা এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।



































































