মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধনের পর ফুলবাড়ী উপজেলা চত্বরে প্রাণি প্রদর্শনী ও সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রাশেদা আক্তার, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সাহানুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল। এসময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ দপ্তরের অর্থায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রদর্শনীতে উপজেলার ২৪ জন খামারী তাদের খামারের বিভিন্ন প্রাণি প্রদর্শন করেন। পরে তাদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



































































