মোঃ আশরাফুজ্জামান: কুড়িগ্রামে পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাফিক ব্যবস্থায় ফিরে এসেছে শৃঙ্খলা ও স্বস্তি। দীর্ঘদিনের যানজট, বিশৃঙ্খল পার্কিং, রাস্তায় অনিয়মিত গাড়ি চলাচল-সবকিছুর ওপর জোরালো পদক্ষেপ নিয়ে এখন কুড়িগ্রামের সড়কগুলো আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও গতিশীল।
এসপি দায়িত্ব গ্রহণের পরপরই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন- কলেজ মোড়, সার্কিট হাউজ মোড়, ঘোষপাড়া, দাদামোড়, শাপলা চত্বর, সি এন্ড বি মোড়, বাজার ইত্যাদি স্থানে বিশেষ নজরদারি, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, শহরে ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার ফলে এখন আর আগের মতো যানজট পরিলক্ষিত হচ্ছে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং রাস্তায় চলাচল আরও সহজ ও নিরাপদ হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের দক্ষ সদস্যরা- টি আই মোঃ মঞ্জুর হোসেন, সার্জেন্ট মাহবুব এবং কনস্টেবলরা শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে নিয়মিত গাড়ির কাগজপত্র পরীক্ষা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা, অটোরিকশা ও ইজিবাইকের লাইনে শৃঙ্খলা বিধানসহ প্রতিদিনই মাঠে কাজ করে যাচ্ছেন।
ট্রাফিক উন্নয়নের পাশাপাশি জেলায় মাদকবিরোধী অভিযানেও এসেছে উল্লেখযোগ্য সাফল্য। জেলার বিভিন্ন স্থানে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে আইন-শৃঙ্খলার উন্নতি যেমন হয়েছে, তেমনি কমছে অপরাধ প্রবণতাও।
কুড়িগ্রামের সাধারণ মানুষ জেলার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে পুলিশ সুপারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তারা জানান, “আগে রাস্তায় এলোমেলো যান চলাচল ছিল। এখন অনেকটাই শৃঙ্খলা এসেছে। ট্রাফিক পুলিশকে এখন আগের চেয়ে বেশি সক্রিয় দেখা যায়।”
ট্রাফিক বিভাগ জানিয়েছে, ট্রাফিক শৃঙ্খলা ও মাদকমুক্ত কুড়িগ্রাম গড়ে তুলতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক অটোরিক্সা, রিক্সা শহরে প্রবেশ করায় যানজট নিরসনে মাঝেমধ্যে তাদের হিমশিম খেতে হয়। এ অবস্থায় বাইরের ইউনিয়ন থেকে আগত অটোগুলোকে শহরে প্রবেশে নিয়ন্ত্রণ করা গেলে শহরের যানজট অনেকাংশে নির্মূল করা যাবে। পাশাপাশি শতভাগ অটোচালকদের ট্রাফিক আইন বা নিয়ম-কানুনের উপর খোলা মাঠে যদি ১ দিনের অরিয়েন্টেশনের ব্যবস্থা করা যায়, তাহলে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে। আর লাইসেন্সবিহীন বা বয়স্ক কোন ব্যক্তি যেন অটো চালাতে না পারে সেটাও নিশ্চিত করা গেলে শহরের যানজট নির্মূল করা যাবে।
কুড়িগ্রাম এখন বদলে যাচ্ছে-শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার নতুন ধারায় এগিয়ে যাচ্ছে জেলা পুলিশ।



































































