স্পোর্টস ডেস্ক: শেষ ওভারের চাপ সামলে দ্বিতীয় ম্যাচের মতো আবারও নায়ক কাইল জেমিসন। তার ঠান্ডা মাথার বোলিংয়ে দারুণ জয় পেয়েছে নিউজিল্যান্ড। রোববার নেলসনে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৮ রানে থামিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
১৭৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হলেও মাঝপথে হোঁচট খায় ক্যারিবীয়রা। ১৩তম ওভারে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ প্রায় শেষ হয়ে গিয়েছিল তাদের জন্য। কিন্তু তখনই পাল্টা আক্রমণ চালান রোমারিও শেফার্ড ও শামার স্প্রিংগার। এই জুটি মাত্র ৬.৩ ওভারে ৭৮ রান যোগ করে ম্যাচে ফেরার আশা জাগায়। শেষ পর্যন্ত স্প্রিংগার ৩৯ রানে জ্যাকব ডাফির দুর্দান্ত ক্যাচে ফেরেন। শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল ১২ রান। জেমিসনের প্রথম চার বলে আসে মাত্র দুই রান, পঞ্চম বলেই ডিপে ক্যাচ দিয়ে ৪৯ রানে ফেরেন শেফার্ড। সেখানেই শেষ হয় লড়াই, ৯ রানে জিতে যায় নিউজিল্যান্ড। আগের ম্যাচেও জেমিসন শেষ ওভারে ১২ রান দিয়ে দলকে তিন রানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন।
এর আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ইনিংস গড়ে দেন ডেভন কনওয়ে। ৩৪ বলে ৫৬ রান করে রান আউট হন তিনি। পরে ড্যারিল মিচেল ২৪ বলে ৪১ রান করে কিছুটা গতি আনেন, তবে দল থামে ১৭৭/৯ এ। জবাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যালিক আথানাজে (৩১) ও আকিম অগাস্টে (২৪) ভালো শুরু দিলেও পরের ধসে ভেসে যায় দল। মাত্র ৩৫ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে তারা। বল হাতে জ্যাকব ডাফি নেন ৩ উইকেট ৩৬ রানে, আর ইশ সোধি নেন ৩-৩৪। এই ম্যাচে সোধির মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১৫৬, যা তাকে টি২০ আন্তর্জাতিক ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে তুলেছে। তার ওপরে আছেন শুধু আফগানিস্তানের রশিদ খান (১৮২) ও স্বদেশী টিম সাউদি (১৬৪)। আগামী সোমবার নেলসনেই হবে সিরিজের চতুর্থ ম্যাচ।



































































