তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দিনে কয়েক’শ কোটি মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে সারাদিন অসংখ্য মেসেজ আসছে। অনেকসময় এমন হয় যে আপনি পড়ার আগেই মেসেজটি প্রেরক ডিলিট করে দিয়েছেন। তখন মন উসখুস করতে থাকে জানার জন্য যে কি লেখা ছিল মেসেজে?
থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে খুব সহজে হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ পড়া যায়। তবে এতে থাকে নিরাপত্তা ঝুঁকি। যেহেতু থার্ট পার্টি অ্যাপগুলোর প্রাইভেসি নিয়ে প্রশ্ন থেকেই যায়, তাই এসব ব্যবহারে সতর্ক হতেও হবে।
থার্ড পার্টি অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ পড়তে পারবেন। নোটিফিকেশন হিস্ট্রি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডিলিট হওয়া মেসেজ দেখা যাবে। কেউ যদি অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করেন, তাহলে সেই ফোনে এরই মধ্যে একটি নোটিফিকেশন হিস্ট্রি ফিচার বিল্ট-ইন আছে।
এটি সক্রিয় করতে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এবার নোটিফিকেশনে ক্লিক করতে হবে। মোর সেটিংস সিলেক্ট করতে হবে। এবার নোটিফিকেশন হিস্ট্রিতে ক্লিক করে অন করতে হবে।
একবার এনেবল হয়ে গেলে ফোন বিগত ২৪ ঘণ্টা ধরে সব নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপে মেসেজসহ ট্র্যাক রাখবে। তাই কেউ কোনো টেক্সট মেসেজ ডিলিট করলেও এটি এই হিস্ট্রি লগে দেখা যেতে পারে। এই পদ্ধতি শুধু টেক্সট মেসেজের জন্য কাজ করে। ছবি, ভিডিও এবং ভয়েস নোট এখানে প্রদর্শিত হবে না।



































































