নিজস্ব প্রতিবেদক: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা। বিগত ২০২০ সালে যেখানে দেশে ৬৫৮ জন এইডস রোগী শনাক্ত হয়েছিলেন, ২০২৪ সালে এসে ওই সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩৮ দাঁড়ায়। গত পাঁচ বছরে বাংলাদেশে এইডস আক্রান্ত শনাক্তের হার বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২৫-৪৯ বছর বয়সী জনগোষ্ঠী সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। মাদকসেবীদের মধ্যে ইনজেকশনের পুনর্ব্যবহার, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, অভিবাসীদের মাধ্যমে ভাইরাসের আগমন এবং পর্যাপ্ত পরীক্ষা না হওয়ার মতো কারণে দেশে দ্রুত বাড়ছে এইডস সংক্রমণের ঝুঁকি। স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে বিগত ২০২০ সালে ৬৫৮ জনের মধ্যে এইডস সংক্রমণ ধরা পড়ে। তার মধ্যে ৪৪৫ জন পুরুষ, ১৯৯ জন নারী এবং ১৪ জন তৃতীয় লিঙ্গের। আর ২০২১ সালে এইডস শনাক্ত হয় ৭২৯ জনের। তার মধ্যে ৪৮৪ জন পুরুষ, ২৩২ জন নারী এবং ১৩ জন তৃতীয় লিঙ্গের। ২০২২ সালে এইডসে শনাক্ত হয় ৯৪৭ জন। তাদের মধ্যে ৬৬৮ জন পুরুষ, ২৭১ জন নারী এবং ৮ জন তৃতীয় লিঙ্গের। ২০২৩ সালে দেশে মোট ১ হাজার ২৭৬ জনের এইডস ধরা পড়ে। তার মধ্যে ৯৫৩ জন পুরুষ, ৩০৭ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ১৬ জন। সর্বশেষ গত বছর ২০২৪ সালে মোট ১ হাজার ৪৩৮ জনের এইডস সংক্রমণ ধরা পড়ে। তার মধ্যে পুরুষের সংখ্যা ছিল ১ হাজার ১১০, নারী ৩১৩ এবং তৃতীয় লিঙ্গের ১৫।
সূত্র জানায়, দেশে সিরাজগঞ্জে ভয়াবহ আকারে এইচআইভি পজিটিভে (এইডস) আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় গত দুই বছর পজিটিভ রোগীর সংখ্যা অনেক বেশি। আক্রান্তদের মধ্যে মাদকসেবীর সংখ্যাই বেশি। তারা সুঁইয়ের মাধ্যমে মাদক নিতেন। তাছাড়া আক্রান্তদের মধ্যে রয়েছে যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের মানুষের পাশাপাশি সাধারণ মানুষও। যদিও হাসপাতালে এইডস পরীক্ষার ব্যবস্থাসহ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেকেই সমাজ ও লোকলজ্জার ভয়ে পরীক্ষা করাতে চান না বা চিকিৎসায় আগ্রহী হন না। যে কারণে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইনজেকশন ব্যবহারকারী মাদকাসক্তদের মাধ্যমে যাতে এইডস ছড়াতে না পারে সেজন্য মাদকসেবীদের মধ্যে, পরিবারে, সমাজে ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো জরুরি। তাছাড়া শনাক্তদের জন্য পর্যাপ্ত কাউন্সেলিং ও মনিটরিংয়ের অভাব রয়েছে। যে কারণে তাদের মাধ্যমে এইডস রোগ সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে।
সূত্র আরো জানায়, দেশে এইডস আক্রান্তদের মূলত চারটি বয়স স্তরে ভাগ করে পরিসংখ্যান তৈরি করা হয়। সেগুলো হলো ০-১৪, ১৫-২৪, ২৫-৪৯ ও ৫০-ঊর্ধ্ব। গত পাঁচ বছরে ২৫-৪৯ বছর বয়সীদের মধ্যে এইডস সংক্রমণের হার সবচেয়ে বেশি। ওই বয়সীদের মধ্যে ৪ হাজার ৪৪৮ জনের এইডসের সংক্রমণ ধরা পড়েছে। তাছাড়া ১৫-২৪ বছর বয়সী ১ হাজার ৫৬ জন, ৫০-ঊর্ধ্বদের মধ্যে ৬০৬ জন এবং ০-১৪ বছর বয়সী ২৫৩ জনের মধ্যে এইডস সংক্রমণ ধরা পড়েছে।
এদিকে এ বিষয়ে ঢাকা মেডিকেলের আরপি ইনচার্জ ডা. ইয়াসির আরাফাত অভি জানান, এইডস রোগী শনাক্ত বৃদ্ধির অন্যতম কারণ আগে থেকে এখন অনেক বেশি পরীক্ষা করা হয়। তাছাড়া আগের তুলনায় মাদকসেবীর সংখ্যাও অনেক বেড়েছে। যাদের মাধ্যমে এইচআইভি ভাইরাসের সংক্রমণ আবার নতুন করে দেখা দিয়েছে। তাছাড়া দেশের বাইরে থেকে যারা আসছে তারাও এ ভাইরাস নিয়ে আসছে। ওসব কারণে বর্তমানে এইচআইভি পজিটিভ রোগী বেশি পাওয়া যাচ্ছে। তাছাড়া রোহিঙ্গাদের মধ্যেও এ সংক্রমণের হার বাড়ছে। ওসব দিকে যদি নজর দেয়া হলে আক্রান্তের হার অনেকাংশে কমে যাবে।
অন্যদিকে এ বিষয়ে জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোলের উপ-পরিচালক ডা. জুবাইদা নাসরীন জানান, বর্তমানে দেশে ডায়াগনসিসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সংখ্যা বাড়ছে। এ রোগ নিয়ন্ত্রণে বেশি বেশি করে পরীক্ষা করানো জরুরি। এইচআইভি পরীক্ষা বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। কারণ এইচআইভি শনাক্ত হওয়ার মাধ্যমেই কিন্তু আক্রান্তের সংখ্যা কমানো যাবে। অভিবাসীদের মাধ্যমে এ রোগের প্রকোপ বেশি ছড়ায়। সেদিকেও নজরে রাখা হচ্ছে। যে কারণে যারা বাইরে থেকে আসছে তাদের এইচআইভি পরীক্ষা জোরদার করার চেষ্টা করা হচ্ছে। কারণ রোগটি যতো বেশি শনাক্ত করা যাবে, ততো বেশি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।