আন্তর্জাতিক ডেস্ক: তীব্র সীমান্ত সংঘাতের এক সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শনিবার দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির বিষয়ে দুই দেশ একমত হয়। রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দোহায় আয়োজিত এ বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর আফগানিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব।
কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে দুই দেশ শিগগিরই ফলোআপ বৈঠকে বসবে। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় এই আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশই ভবিষ্যতে সংঘাত এড়িয়ে চলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই সীমান্তে উত্তেজনা চলছিল। গত দুই সপ্তাহে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়, যাতে কয়েকশ মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর মতো সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম নিয়ে ইসলামাবাদ বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখন্ডে এসব গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে এবং কাবুল সরকার তাদের নীরব মদদ দিচ্ছে।
দুই সপ্তাহ আগে আফগান রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিক্রিয়ায় আফগান বাহিনী সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর পাল্টা হামলা চালায়। এরপর শুরু হয় ব্যাপক সংঘর্ষ, যা কয়েকদিন ধরে চলতে থাকে। এসময় উভয় পক্ষই একে অপরকে আগ্রাসনের অভিযোগ তোলে। গত সপ্তাহে তারা ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে হামলার ঘটনা ঘটে।
গত শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টিটিপি জঙ্গিদের আত্মঘাতী হামলায় সাতজন পাকিস্তানি সেনা নিহত হন। ওই হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল কঠোর।
ইসলামাবাদ থেকে জানানো হয়, আফগান মাটি ব্যবহার করে এ ধরনের হামলা বরদাস্ত করা হবে না।
তবে কাবুল জানিয়েছে, তাদের ভূখন্ড কোনো বিদেশি গোষ্ঠীর হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে না।
উভয় দেশই এখন বলছে, দোহায় হওয়া এই যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ।