নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুপুরের দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২৮টি ইউনিট কাজ করেছে। তবে বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত হয়। সেখানে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য মজুদ রাখা ছিল। আগুন ছড়িয়ে পড়লে প্রথমে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ও বিমান বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তীতে মোট ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”
তিনি আরও বলেন, আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আগুনের ভয়াবহতা বেশ তীব্র ছিল।
তিনি বলেন, “আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে ভেতরে থাকা পণ্যের ধরন এবং ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।”
বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. মাসুদুল হাসান মাসুদ জানান, “কার্গো ভিলেজের পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ফ্লাইট ওঠানামা পুরোপুরি স্বাভাবিক রয়েছে। বিমানবন্দরের ফায়ার ইউনিট, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস একসঙ্গে কাজ করছে।”
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর ইউনিটগুলো সম্মিলিতভাবে আগুন নির্বাপণে অংশ নেয়। দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে।