নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি বোর্ডে এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এই তথ্য জানান।
তিনি বলেন, “এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখন থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।”
এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ নয়টি বোর্ডের পরীক্ষার্থী ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন। মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের আওতায় পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
ফলাফলে দেখা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যা উত্তীর্ণদের মধ্যে ৯ দশমিক ৫ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। ফলে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সর্বোচ্চ ৬৪ দশমিক ৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ৫৭, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬, যশোর বোর্ডে ৫০ দশমিক ২০, বরিশাল বোর্ডে ৬২ দশমিক ৫৭, সিলেট বোর্ডে ৫১ দশমিক ৮৬ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ এবং কারিগরি বোর্ডে ৬২ দশমিক ৬৭ শতাংশ।
গত ২৬ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। পরে ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফলাফল দেখতে পারবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বোর্ডভিত্তিক ওয়েবসাইটের “Result” কর্নারে গিয়ে EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC<স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫। এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। মাদরাসা বোর্ডের ক্ষেত্রে HSC এর পরিবর্তে ALIM এবং কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC (BM) লিখতে হবে।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে পাওয়া যাবে না।