নিজস্ব প্রতিবেদক : দেশে নবায়নযোগ্য বিদ্যুৎ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। ওই লক্ষ্যে অর্ধশতাধিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে সরকার। দরপত্রের মাধ্যমে সৌরবিদ্যুতের ওসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে সৌরবিদ্যুতের কিলোওয়াট প্রতি উৎপাদন খরচ কমে আসবে। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষ আইনের অধীনে এলওআই (লেটার অব ইনটেন্ট) ইস্যু করা ৩১টি সৌরবিদ্যুৎ প্রকল্পের চেয়ে এই কেন্দ্রগুলোর উৎপাদন খরচ গড়ে ২১ শতাংশ কম পড়বে। এর কিলোওয়াট প্রতি গড় ব্যয় ১০ দশমিক ৪৭ সেন্ট (মার্কিন মুদ্রা) থেকে কমে ৮ দশমিক ২৭ সেন্ট হয়েছে। ৫৫টি সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে চারটি টেন্ডার প্যাকেজ আহ্বান করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, প্রাকৃতিক গ্যাসের মজুত দেশে ফুরিয়ে আসছে। পাশাপাশি বিশ্ববাজারে স্থিতিশীল থাকে না তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। আর পরিবেশের জন্য ক্ষতিকর কয়লার মতো জীবাশ্ম জ্বালানি। সেক্ষেত্রে সৌরবিদ্যুৎ পরিবেশবান্ধব এবং উৎপাদন খরচও আগের তুলনায় কম। সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ নবায়নযোগ্য খাত থেকে উৎপাদনের লক্ষ্যে সরকার ৫ হাজার ২৩৮ মেগাওয়াট ক্ষমতার ৫৫টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য দরপত্র আহ্বান করেছে।
সূত্র জানায়, দেশের উত্তরবঙ্গে সৌরবিদ্যুতের জন্য কিলোওয়াট প্রতি ৭ দশমিক ৮৯ সেন্ট দর প্রস্তাব করা হয়েছে। আর চট্টগ্রামের জন্য ৭ দশমিক ৯৫, ময়মনসিংহের জন্য ৮ দশমিক ৮৮ এবং সিলেটের জন্য ৯ দশমিক ০৬ সেন্ট প্রস্তাব করা হয়েছে। বিগত সরকার আমলে বিশেষ আইনে উত্তরবঙ্গের জন্য ১০ দশমিক ৪২ সেন্ট দর প্রস্তাব করা হয়েছিল। তাছাড়া চট্টগ্রামের জন্য ১২ দশমিক ১০ সেন্ট, ময়মনসিংহের জন্য ৯ দশমিক ৯৩ সেন্ট এবং সিলেটের জন্য ৯ দশমিক ৮৮ সেন্ট দর প্রস্তাব করা হয়েছিল।
বর্তমানে বিভিন্ন জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার মধ্যে কয়লা ছাড়া অন্যান্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচের চেয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোয় কম ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কয়লাভিত্তিক কেন্দ্রগুলো থেকে কিলোওয়াট প্রতি গড় ব্যয় ৫ দশমিক ৪৭ সেন্ট। বিগত সরকার আমলে নেয়া সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলোর কিলোওয়াট প্রতি গড় ব্যয় ১৩ দশমিক ২৯ সেন্ট, এলএনজিতে গড় ব্যয় ৮ দশমিক ৪৩ থেকে ৯ দশমিক ৩৬ সেন্ট এবং ডিজেলে ব্যয় ১৪ থেকে ১৫ দশমিক ০৩ সেন্ট। বিপরীতে দরপত্রে আহ্বান করা সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলোর কিলোওয়াটপ্রতি গড় ব্যয় ৮ দশমিক ২৭ সেন্ট প্রস্তাব করা হয়েছে।
এদিকে এ প্রসঙ্গে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম রাব্বানী জানান, সৌরবিদ্যুতের দাম কমে আসার কারণ হচ্ছে, এখন দেশি কোম্পানির সক্ষমতা বেড়েছে। সৌরপণ্যের দাম কমেছে। তাছাড়া প্রতিযোগিতামূলক দরপত্রের কারণে দামে প্রভাব পড়েছে।
অন্যদিকে এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সরকার বিদ্যুতের মূল্য ৮ টাকা ৯৫ পয়সার মধ্যে রাখতে চায়। সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ গ্রাহককে দেয়া হলে তুলনামূলক কমবে গ্যাসের উচ্চমূল্যের বিদ্যুৎ ব্যবহার।