আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দোহায় ইসরায়েলি বিমান হামলায় এক কাতারি নিরাপত্তাকর্মী নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কাতারের ভূখন্ডে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু। ওই সময় কাতারে সাম্প্রতিক বিমান হামলার জন্য অনুতাপ প্রকাশ করেন তিনি।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু হামাসকে লক্ষ্য করে পরিচালিত অভিযানের সময় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
কাতারের প্রধানমন্ত্রী আল থানি ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সবসময়ই গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বার্তায় দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত ৯ সেপ্টেম্বর বিকেলে দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। হামাসের শীর্ষ নেতারা সেসময় সেখানে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্র সমর্থিত খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। ওই অভিযানে অন্তত ছয়জন নিহত হন, যার মধ্যে একজন কাতারি নিরাপত্তাকর্মীও ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং উপস্থিত অন্যান্য জ্যেষ্ঠ নেতারা অক্ষত থাকেন।
ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে পড়ে। সমালোচকরা এটিকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। ব্যাপক চাপের মুখেই নেতানিয়াহু শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য হন।
কাতারভিত্তিক আল জাজিরা জানায়, নেতানিয়াহুর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, “আমাদের লক্ষ্য ছিল হামাস, কোনোভাবেই কাতারি নাগরিক নয়। তবুও এ ঘটনায় প্রাণহানি ঘটায় আমরা গভীরভাবে দুঃখিত।”
পর্যবেক্ষকরা বলছেন, কাতারের কাছে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা ইসরায়েলি কূটনীতিতে এক বিরল ঘটনা। আঞ্চলিক সমীকরণে এর প্রভাব কতটা পড়বে, তা এখনো সময়ের অপেক্ষা।