স্পোর্টস ডেস্ক : দারুণ শুরু করেও হঠাৎ গোল খেয়ে বসে বার্সেলোনা। তবে সেই ধাক্কা সামলে দারুণ প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নিয়েছে হান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে গতকাল রাতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সরিয়ে লিগ টেবিলের শীর্ষে বসেছে কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া দখল ছিল বার্সেলোনার। প্রথম আধা ঘণ্টায় ৮৫ শতাংশের বেশি সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। তিনটি শটেই লক্ষ্যে পৌঁছালেও গোলের দেখা মেলেনি। বরং খেলার ধারার বিপরীতে ৩১তম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। আন্দের বারেনেচেয়ার পাস পেয়ে ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা স্লাইড শটে জালে বল পাঠান।
পিছিয়ে পড়েও থেমে থাকেনি বার্সেলোনা। গোলের জন্য আক্রমণে চাপ বাড়াতে থাকে তারা। ৪৩তম মিনিটে অবশেষে সমতায় ফেরে স্বাগতিকরা। বাঁ দিক থেকে মার্কাস র্যাশফোর্ডের কর্নার থেকে হেডে জালের দেখা পান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতো বার্সা। দূর থেকে শট নেন জেরার্দ মার্তিন, তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ৫৮তম মিনিটে কোচ হান্সি ফ্লিক বদলি হিসেবে মাঠে নামান ইয়ামালকে। তরুণ তারকা নেমেই তৈরি করেন গোলের সুযোগ। ডি-বক্সে ঢুকে ক্রস বাড়ান তিনি, আর হেডে বল জালে জড়িয়ে বার্সাকে এগিয়ে দেন রবের্ত লেভানদোভস্কি।
শেষ দিকে আরও কয়েকটি দারুণ সুযোগ তৈরি হয় দুই দলের জন্য। ৭০তম মিনিটে র্যাশফোর্ডের জোরালো শট আটকান রেমিরো। ৭৪তম মিনিটে ইয়ামালের নেওয়া শট অফসাইডের কারণে বাতিল হয়। ৮৪তম মিনিটে ২৫ সেকেন্ডের মধ্যে দুইবার গোলের সুযোগ হাতছাড়া করে দুই দলই। প্রথমে তাকেফুসা কুবোর শট ক্রসবারে বাধা পায়, পাল্টা আক্রমণে লেভানদোভস্কির শটও লাগে ক্রসবারে।
শেষ পর্যন্ত আর গোল না হলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। অপরাজিত থাকার ধারা বজায় রেখে নতুন মৌসুমে ছন্দে আছে কাতালান ক্লাবটি।