বিনোদন ডেস্ক : বিনোদন অঙ্গনের আলোচিত চরিত্র ইভা অভিনীত পারশা ইভানা দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ছেড়ে যাওয়ার পর তাকে সেখানে স্থায়ী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ বলেছিলেন, পড়াশোনা করতে গেছেন, আবার কেউ বলেছিলেন স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। হঠাৎ দেশে ফেরার পর পারশা বিভিন্ন বিনোদন অনুষ্ঠানে অংশ নেন, যা দেখিয়ে দিচ্ছে তিনি শীঘ্রই ফিরতে চলেছেন দর্শকের প্রিয় ধারাবাহিকে।
বুধবার ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা জিয়াউল হক পলাশ ফেসবুকে ‘ইভা’ লিখে লাভ রিয়্যাক্ট দেন। দর্শকরা আশা করছেন, নতুন সিজনের যে কোনো পর্বে পারশা ইভা চরিত্রে উপস্থিত হবেন। যদিও নতুন সিজনের শুরুতে তাকে দেখা যায়নি, পলাশের এই পোস্ট ইঙ্গিত দেয় যে তাকে শীঘ্রই দেখা যেতে পারে। পারশা ইভানা সাংবাদিকদের জানিয়েছেন, তিনি এখনো কোনো নাটকের শুটিং শুরু করেননি, তবে শুটিংয়ে ফিরলে বড় কোনো প্রজেক্ট দিয়ে ফিরতে চান। দর্শকরা জানতে চেয়েছেন, কোন পর্ব থেকে তাকে দেখা যাবে, কিন্তু পারশা জানিয়েছেন, এখনও ডাক পাননি।
পারশা নৃত্যশিল্পী হিসেবে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন। জাতীয় পর্যায়ে ক্লাসিক্যাল নৃত্যে পুরস্কার অর্জন করেছেন এবং নাচের রিয়্যালিটি শোয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে এখন তিনি পরিচিতি পেয়েছেন অভিনয়শিল্পী হিসেবে, বিশেষত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইভা চরিত্রের মাধ্যমে। দর্শকরা তাকে এই চরিত্রের জন্য চেনেন এবং তার ফেরার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।