নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় তরুণ প্রজন্মকে রাজপথে নামতে উদ্বুদ্ধ করেছিলেন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জাতীয়তাবাদী পতাকা হাতে তরুণদের যে আন্দোলনে সম্পৃক্ত করেছিলেন তারেক রহমান, তা দেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এ মন্তব্য করেন। এসময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি শহীদ জিয়ার কবর জিয়ারত করেন।
রিজভী বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশীয় রাজনীতির পাশাপাশি প্রবাসেও সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণদের গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত করেছেন। তারেক রহমানের নেতৃত্বের যে দৃশ্য আমরা দেখেছি, তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।
তিনি আরও বলেন, তরুণদের সামনে নেতৃত্বের যে উদাহরণ তারেক রহমান স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মকে ভবিষ্যতেও প্রেরণা জোগাবে।
আন্দোলনের শহীদদের স্মরণ করে রিজভী বলেন, ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মুগ্ধ’র রক্ত বৃথা যাবে না; তাদের আত্মত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশবাসীকে অনুপ্রাণিত করবে।
বিএনপির এই নেতা আওয়ামী লীগ সরকারকে ‘ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক’ হিসেবে অভিহিত করে বলেন, শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন পর্যন্ত বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্ছিত করার খবরকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে দাবি করেন রিজভী।
তার ভাষায়, নিউইয়র্কে মির্জা ফখরুলকে লাঞ্ছিত করা হয়নি। এসব গুজব ছড়িয়ে আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অকার্যকারিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। রিজভীর অভিযোগ, আদালতের নির্দেশে ২৪ হাজার ৮২৪ কোটি টাকা উদ্ধারের কথা থাকলেও দুদক কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নাম উল্লেখ করে রিজভী বলেন, তারা আন্দোলন-সংগ্রামে আপসহীন থেকেছেন।
তার প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে এ দুটি জেলা বিএনপি একটি আদর্শ সংগঠনে পরিণত হবে, যেখানে কোনো চাঁদাবাজ বা সমাজবিরোধীর স্থান হবে না।