নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব আজ বহুমুখী সংকটে জর্জরিত। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, সামাজিক বৈষম্যের বিস্তার এবং ন্যায় ও শান্তির সংগ্রাম মানবতাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। এর মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে এবং প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। এমন বাস্তবতায় জাতিসংঘ বা দাতা সংস্থাগুলোর বাজেট কমানো বা সহায়তা হ্রাস বাংলাদেশের জন্য প্রতিকূল হবে। বরং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা জরুরি।
তিনি বলেন, মানবকল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে একটি নতুন অর্থনৈতিক ধারা গড়ে তুলতে হবে। এভাবেই বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলা সম্ভব।
একই অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস তরুণদের উদ্দেশ্যে বিশ্বকে বদলে দেওয়ার আহ্বান জানান।
তিনি ‘থ্রি-জিরো ক্লাব’ ধারণার কথা তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ে তুলতে শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি শূন্য বর্জ্য বা জিরো ওয়েস্ট ধারণাটিকেও তিনি সমান গুরুত্ব দেন।
প্রধান উপদেষ্টা ব্যাখ্যা করেন, একজন ‘থ্রি-জিরো মানুষ’ টেকসই জীবনযাপনের প্রতিশ্রুতি দেয়, বর্জ্য কমায়, সামাজিক উদ্যোক্তা হিসেবে কাজ করে এবং বৈশ্বিক উষ্ণায়ন ও বৈষম্য বৃদ্ধিতে কোনো অবদান রাখে না। যত বেশি তরুণ এই আন্দোলনে যুক্ত হবেন, তত দ্রুত গড়ে উঠবে থ্রি-জিরো পরিবার, গ্রাম, শহর এবং একদিন একটি থ্রি-জিরো বিশ্ব।
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “এটি একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়, কিন্তু সম্মিলিতভাবে সেই পদক্ষেপগুলোই পৃথিবীকে পাল্টে দিতে পারে।”
এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা, বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।