নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি দলকে নিবন্ধনের সুপারিশ করে ফাইল কমিশনের কাছে পাঠিয়েছে। রোববার ২১ সেপ্টেম্বর ওই ফাইলে স্বাক্ষর সম্পন্ন হয়। সোমবার ২২ সেপ্টেম্বর কমিশনের সভায় অনুমোদন পেলে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
ইসির দায়িত্বশীল সূত্র জানায়, মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দল চূড়ান্তভাবে নিবন্ধন পাচ্ছে। অন্যদিকে ১০টি দলের বিষয়ে পুনঃতদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং আরও ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে। পুনঃতদন্তের মধ্যে ৯টি দলের ক্ষেত্রে মাঠপর্যায়ে নতুন তদন্ত হবে এবং একটি দলের ক্ষেত্রে ইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হতে পারে।
এর আগে ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২২টি দলের শুনানি পরিচালনা করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছর নিবন্ধনের জন্য মোট ১৪৩টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছিল। প্রথম দফায় কোনো দলই শর্ত পূরণ করতে না পারায় ইসি সময় দিয়ে ঘাটতি পূরণের নির্দেশ দেয়। এর মধ্যে ৮৪টি দল সাড়া দিলেও শেষ পর্যন্ত ২২টি দল মাঠপর্যায়ে যাচাইয়ের পর্যায়ে পৌঁছায়।
তদন্তে অন্তর্ভুক্ত ছিল ফরোয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), মৌলিক বাংলা, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জনতার দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), ভাসানী জনশক্তি পাটি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদসহ আরও কয়েকটি দল। তবে শেষ পর্যন্ত মাত্র ছয়টি দল নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে।
আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, ন্যূনতম এক-তৃতীয়াংশ জেলা কমিটি, অন্তত ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া দলের কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে বা আগের জাতীয় নির্বাচনে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পেয়ে থাকলেও সেটি নিবন্ধনের যোগ্যতার শর্ত হিসেবে গণ্য হয়।
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দল নিবন্ধন পেলে তা বেড়ে দাঁড়াবে ৫৭-তে। উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের বিধান প্রথম চালু করে নির্বাচন কমিশন। নিবন্ধন ছাড়া কোনো দল তাদের নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।