নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় অনিয়মিতভাবে বসবাসরত ১৭৬ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ০২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ফেরত আনা নাগরিকদের মধ্যে ১৭২ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, বাকি চারজন আইওএমের (International Organization for Migration) আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন। প্রত্যাবাসন প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে।
ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে সমন্বয় করে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদফতরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসিত নাগরিকদের বিদায় জানান।
ফেরত আসা নাগরিকদের বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সহায়তার জন্য বিমানবন্দর সংলগ্ন সুবিধা কেন্দ্রে রাখা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা প্রবাসীদের নিরাপদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।