নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাসিক দুর্ঘটনা প্রতিবেদনের বিশ্লেষণ থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, এই আট মাসে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা ৩ হাজার ৯৪৩টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ হাজার ৫৯৮ জন। গত বছর সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছিল। মোটরসাইকেল দুর্ঘটনার মৃত্যু ১ হাজার ২০২ জন, যা মোট মৃত্যুর ৩২ শতাংশের বেশি। দেশজুড়ে মোটরসাইকেল দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা সাম্প্রতিক বছরে বেড়েছে। বিশেষজ্ঞরা মোটরসাইকেল সংখ্যার বৃদ্ধি ও শৃঙ্খলা না থাকার কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে বলে মনে করছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সামছুল হক বলেন, “দেশের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বর্তমানে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে মোটরসাইকেল। পৃথিবীর অনেক দেশই এখন মোটরসাইকেল ব্যবহার সীমিত করেছে। বাংলাদেশেরও সে পথে অগ্রসর হওয়া উচিত।”