নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ সভার (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন, উচ্চস্তরের একাধিক বৈঠকে অংশ নেবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন যে প্রফেসর ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনের আকাঙ্ক্ষা এবং ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু, অবাধ ও সর্বজনীন নির্বাচন আয়োজনের দৃঢ় প্রতিশ্রুতির বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
উপদেষ্টা আরও জানিয়েছেন, এ বছর বাংলাদেশের প্রতিনিধিদলে চারজন সিনিয়র রাজনৈতিক নেতা অংশ নেবেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীয়ের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিদেশ সচিব আসাদ আলম সিয়াম, এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মাজমুদার সিনিয়র কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, এবারের ইউএনজিএ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ প্রথমবারের মতো মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চস্তরের সম্মেলন আয়োজন করবে।
এই সিদ্ধান্তটি প্রফেসর ইউনুস গত বছর করা প্রস্তাবের পর এসেছে, যা সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থন পেয়েছে। সম্মেলনের আগে, বাংলাদেশ গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে প্রথমবারের ‘পার্টনারস ডায়ালগ’ আয়োজন করে।
তৌহিদ হোসেন বলেন, ‘এটি অভূতপূর্ব উচ্চস্তরের বৈঠক এবং এ বছরের প্রথম দিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর, প্রদর্শন করে যে বহু বৈশ্বিক সঙ্কট থাকা সত্ত্বেও রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক এজেন্ডায় দৃঢ়ভাবে রয়েছে।’
প্রধান উপদেষ্টা ২৫ সেপ্টেম্বর যুব কার্যক্রমের ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চস্তরের বৈঠকেও অংশ নেবেন। উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের যুবকরা, যারা গত বছরের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা এখনও সংস্কার এবং নতুন বাংলাদেশের দর্শনের চালিকা শক্তি।
তিনি বলেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণ সরকারকে তার তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্খা বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরার সুযোগ দেবে।
বাংলাদেশ মহিলাদের, শান্তি ও নিরাপত্তার বিষয়ে আলোচনাতেও অংশ নেবে, যা শান্তিরক্ষার শীর্ষস্থানীয় দেশের হিসেবে দেশের অবদানকে প্রতিফলিত করে। প্রফেসর ইউনুস আরও বিশ্ববিষয়ক গুরুত্বপূর্ণ ইস্যুতে ভাষণ দেবেন, যেমন শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, অবৈধ অর্থ প্রবাহ, নিরাপদ অভিবাসন ও অভিবাসীর অধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টেকসই প্রযুক্তি স্থানান্তর এবং ফিলিস্তিনে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির আহ্বান।