নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে আসা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবার তাদের নিজস্ব স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন। এ দাবিকে ঘিরে সোমবার দুপুরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে মহাখালী এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী কলেজের মূল ফটকের সামনে সড়কে অবস্থান নেন। এতে মহাখালীর আমতলী থেকে গুলশানমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ধীরে ধীরে এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে।
বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। শুরুতে শিক্ষার্থীরা সরতে রাজি না হলেও প্রায় এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।
অবরোধ শেষে আন্দোলনে থাকা এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি দ্রুত মেনে না নিলে আগের মতোই কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শিক্ষার্থীরা জানান, পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলেও তারা নিজেদের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।