নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে জলাবদ্ধতা ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে।
রোববার সকালে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার পর্যন্ত) বর্ষণ হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া আবহাওয়া বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটসহ ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা মৌসুমি বায়ুর অক্ষকে আরও সক্রিয় করেছে। এর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনার কিছু স্থানে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, এই বৃষ্টি থেমে থেমে অন্তত চার থেকে পাঁচদিন অব্যাহত থাকতে পারে। ফলে ঢাকায় জলাবদ্ধতা ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এসব পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষত নদী-নালা ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের ঝুঁকি বিবেচনা করে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।