ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধনের পর সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও জনবলের অভাবে চালু হয়নি অভ্যন্তরীণ স্বাস্থ্য সেবা। অবকাঠামো ও যন্ত্রপাতির পর্যাপ্ততা সত্ত্বেও অভ্যন্তরীণ সেবা চালু না হওয়ায় গুরুত্বর ও ভর্তিযোগ্য রোগীদের চিকিৎসা নিতে ছুটতে হচ্ছে ২০ কিলোমিটার দূরত্বের জেলা সদর কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে, অন্যদিকে শিকার হচ্ছেন আর্থিক ক্ষতির।
জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ফরিদপুর জেলার সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃর্বিভাগের কার্যক্রম চালু করা হয়। এরপর সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবলের অভাবে হাসপাতালটিতে অভ্যন্তরীণ (ভর্তি বিভাগ) স্বাস্থ্য সেবা চালু করা যায়নি। যদিও এক একর জায়গার উপর নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অবকাঠামো বিদ্যমান রয়েছে, সেবা সংশ্লিষ্ট যন্ত্রপাতির পর্যাপ্ততাও বিদ্যমান।
সেবা গ্রহীতারা বলছেন, গুরুতর অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে আসলেও ভর্তি করা হয় না। ফলে এখান থেকে ২০ কিলোমিটার দূরের জেলা সদর বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়। এতে আর্থিক ক্ষতি ও বিড়ম্বনার শিকার হতে হয়। এছাড়া প্রসূতি মায়েদের নিয়েও বিড়ম্বনার শেষ নেই। সালথা উপজেলার শেষ প্রান্ত থেকে উপজেলা সদরে আসতে অনেককেই অন্তত ২৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এখানে এসে সেবা না পেয়ে তাদের আরো অন্তত ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে সেবা নিতে হয়।
স্থানীয়রা মনে করেন, হাসপাতালটিতে অভ্যন্তরীণ সেবা চালু করা সময়ের দাবী। সেবাটি চালু হলে, উপজেলার কয়েক লাখ মানুষ উপকৃত হবেন।
আর এ স্বাস্থ্যকেন্দ্রের কর্মরতরা বলছেন, অবকাঠামোগত ও যন্ত্রপাতির সুবিধা পর্যাপ্ত থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য পদে জনবলের অভাবে অভ্যন্তরীণ সেবা চালু করা যাচ্ছে না।
সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীনুল ইসলাম জানান, স্বাস্থ্য কেন্দ্রটিতে অভ্যন্তরীণ সেবা চালু না থাকায় গুরুতর আহত বা অসুস্থ রোগীদের জেলা সদরে স্থানান্তর করা হয়। তবে, প্রয়োজনীয় জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে বহিঃর্বিভাবের পাশাপাশি অভ্যন্তরীণ স্বাস্থ্য সেবাও চালু করা হবে বলে মন্তব্য এই কর্মকর্তার।
উল্লেখ্য, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের তথ্য মতে, হাসপাতালটি থেকে প্রতিদিন গড়ে ২০০ জনকে বহির্বিভাগে স্বাস্থ্য সেবা দেয়া হয়। আর জরুরী বিভাগে মাসে তিন থেকে পাঁচশ রোগীকে সেবা দেয়া হয়, যাদের মধ্যে ভর্তিযোগ্য একটি বড় অংশকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে স্থানান্তর করা হয়।