আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে মাসুম এয়ার ট্রাভেলস আলেম ও হাজিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়ে উপজেলার বিভিন্ন মাদ্রাসার মাহতামিম, মাদ্রাসার শিক্ষক ও হাজিগণ অংশগ্রহণ করেন। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসুম এয়ার ট্রাভেলসের উদ্যোগে এবং আব্দুল আলীম হজ গ্রুপের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুজাহিদ খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মাসুম এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব হযরত মাওলানা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (অব:) আলহাজ্ব এএফএম মনসুর রহমান, নওগাঁ দপ্তরিপাড়া জামিয়া ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম ও পালশা আশরাফুল উলুম মাদ্রাসার মাহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন আব্দুল আলীম হজ গ্রুপের স্বত্বাধিকারী হাফেজ মোঃ আব্দুল আলীম। এসময় হজের বিভিন্ন বিষয়ে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত অন্যান্য ইবাদতের চেয়ে ভিন্ন। যথাসময়ে যথানিয়মে এই ইবাদত আদায় করতে হয়। এজন্য এ ব্যাপারে সতর্ক না থাকলে হজের অনেক বিধান ত্রুটিপূর্ণ থেকে যায়।