রতন বড়ুয়া : রাউজান পৌরসভার যানজট নিরসনকল্পে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে রাউজান পৌরসভা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা। অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, হাইওয়ে ওসি মোহাম্মদ উল্লাহ ও পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা। এসময় উপজেলা সমাজসেবা অফিসার মনিরুল ইসলাম, পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ শাহিন শাহ্ হুসাইন, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, ট্রাক-মিনিট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি কাজী মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি, সাধারণ সম্পাদক হারুন কোম্পানি, রাউজান-রাঙ্গামাটি বেবি-ট্যাক্সি চালক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, রাশেদ, ফকিরহাট বাজারের ইজারাদার সালাউদ্দিন, সাদেক সুলতান পারভেজ, হোসেন চৌধুরীসহ ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিবহন মালিক সমিতি, বাজার ইজারাদার, পরিবহন চালক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় উঠে আসে যত্রতত্র গাড়ি পার্কিং, ফিটনেস বিহীন সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য বৃদ্ধি, সড়কের পাশে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান বসানোসহ নানা কারণে রাউজানে দিন দিন যানজট বৃদ্ধি পাচ্ছে। সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগের মাধ্যমে এসব যানজট নিরসন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাউজান প্রেসক্লাব প্রতিনিধিরা কতিপয় সাংবাদিকদের নামে নম্বর ও ফিটনেসবিহীন সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনের প্রয়োগ করার আহ্বান জানান। রাউজানের কোনো সাংবাদিক পরিবহনের টোকেন বাণিজ্যের সঙ্গে জড়িত নয় উল্লেখ করে সাংবাদিকের গাড়ি বলার সাথে সাথে যাতে আটকে রেখে গাড়ির বৈধতাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করা হয়, সে বিষয়ে দৃষ্টি দেওয়ার অনুরোধ করা হয়।