আরাফাত হোসেন সিফাত, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মৃত ছৈয়দ আলীর ছেলে মোঃ মোবারক হোসেন, তার সহযোগী মৃত সংশর আলীর ছেলে দেলোয়ার হোসেন দিলু ও আক্তার হোসেনের বিরুদ্ধে জাল দলিল করে জমি বিক্রির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী জমির মালিক একই গ্রামের মৃত হাজী এমদাদ আলীর ছেলে হাজী আব্দুর রউফ, হাজী আব্দুস সামাদ, আব্দুল হাকিম ও মেয়ে খাদিজা ও রহিমার ৪৩ শতাংশ জমি এবং ঈমান আলীর ছেলে জহিরুলের ০৮ শতাংশ জমি হোসেনপুর তহসিল অফিসের নায়েব আব্দুল কাদিরকে আঁতাত করে ৯/১১/২০১৭ইং তারিখে প্রতারক চক্র ও ভূমিদস্যুদের নামে নামজারী করে নেয় এবং ০১/১১/১৯৭৬ইং তারিখের ৬৫৫৪নং জাল দলিল ও নামজারী দেখিয়ে ১৭/০২/২০১৯ইং তারিখে সিবিএম কোম্পানির নিকট বিক্রি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হাকিম (৪৮), পিতা- মৃত হাজী এমদাদ আলী, এর পক্ষে একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আম-মোক্তার গ্রহিতা মোঃ আল-ইসলাম বাদী হয়ে প্রতারক ও ভূমিদস্যু মোঃ মোবারক হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ‘সোনারগাঁ’ আমলী আদালত নারায়ণগঞ্জে একটি সি.আর মামলা দায়ের করেন মামলা নং-৩৫৮/২০২৫।
ভুক্তভোগীরা জানায়, ছৈয়দ আলীর ছেলে ভূমিদস্যু মোঃ মোবারক হোসেন জাল দলিল করে তার নামে রেকর্ড করিয়ে উল্টো আমাদেরই প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার সাথে ওই এলাকার প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত আছে বলেও তারা জানান।
এলাকাবাসী জানায়, মোবারক দীর্ঘদিন যাবৎ মানুষের জমি দখলে নিতে বৈদ্যেরবাজার সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও দলিল লিখক সমিতির সাবেক সভাপতি শাহ মোঃ আবু ইছহাকের মাধ্যমে বিভিন্ন ধরনের জাল দলিল বানিয়ে মালিকানা দেখিয়ে বিভিন্ন কোম্পানির নিকট বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়ায় সে কাউকে তোয়াক্কা করছে না। দিনের পর দিন এলাকার নিরীহ লোকজনদের জমির জাল দলিল তৈরী করে বিক্রি করে আসছে এবং বিভিন্ন কোম্পানি ও প্রভাবশালীদের কাছে বিক্রি করে যাচ্ছে। তার বিরুদ্ধে মুখ খুললেই আড়ালে থাকা জড়িত প্রভাবশালীদের ক্ষমতাবলে জমির প্রকৃত মালিক ও সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখায়।
এলাকাবাসী আরো বলেন, ভূমিদস্যু মোবারকের এমন কার্যকলাপের বলিদান হচ্ছে এলাকার অসহায় অনেক কৃষক ও খেটে খাওয়া মানুষ। প্রতারক ও ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রতিকারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।