নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ২১টি আবাসিক হল সংসদের নির্বাচনও।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১০২ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৮১৭ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এছাড়া প্রতিটি হলে সংসদ নির্বাচনও হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন। ভোট শেষে ওএমআর ব্যালট পদ্ধতিতে গণনা হবে এবং তা সরাসরি বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ চত্বরে স্থাপিত ডিজিটাল স্ক্রিনে প্রদর্শন করা হবে।
নির্বাচনে মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, ছাত্র ইউনিয়ন ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সম্প্রীতির ঐক্য’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’, ছাত্র ইউনিয়নের অপর অংশের ‘সংশপ্তক পর্ষদ’, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতৃত্বে গঠিত ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্যানেল। এর বাইরে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও লড়ছেন।
ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে। এর মধ্যে রয়েছে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুরো ক্যাম্পাসে প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া নিরাপত্তা পর্যবেক্ষণে বসানো হয়েছে ৮০টির বেশি সিসিটিভি ক্যামেরা। প্রতিটি ভোটকেন্দ্র সকাল ৭টা ৩০ মিনিটে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সিলগালা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা ভোটের আগের রাতেই ক্যাম্পাসে ঘুরে নির্বাচনী পরিবেশ উপভোগ করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। নির্বাচন কমিশন, প্রক্টরিয়াল বডি ও জ্যেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গঠিত দল ক্যাম্পাসের ভেতরে নজরদারি করছে।
উল্লেখ্য, বেগম সুফিয়া কামাল হল ও নওয়াব ফয়জুন্নেসা হলে সংসদের সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ফলে এই দুই হলে শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের ভোট গ্রহণ করা হচ্ছে।
সব মিলিয়ে শিক্ষার্থীরা আশাবাদী যে, এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।