নিজস্ব প্রতিবেদক : আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগের অভাবে দেশজুড়ে থামছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। বরং দেশের কিশোর-তরুণদের বড় একটা অংশ গ্যাং কালচারে অভ্যস্ত হয়ে উঠেছে। শিক্ষাঙ্গনে পাঠের অনুকূল পরিবেশ ব্যাহত হওয়ায় অনেক কিশোর-তরুণ একদিকে যেমন প্রকৃত শিক্ষা লাভ থেকে দূরে সরে যাচ্ছে, অন্যদিকে দিকভ্রান্ত হয়ে হতাশা থেকে মাদকে আসক্ত হচ্ছে তাদের বড় একটা অংশ। আর নেশার টাকা জোগাড়ে তারা ছিনতাই, লুটপাটসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এমনকি পরিণামে খুনের ঘটছে ঘটনাও। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং অপরাধ বিশেষজ্ঞদের সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, দেশে কিশোর-কিশোরী রয়েছে ৩ কোটি ৬০ লাখ। তার মধ্যে কিশোর অপরাধের সরকারি কোনো পৃথক তথ্যভান্ডার নেই। এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ ও ২০২৪ সালে ৩৭ শতাংশ বেড়েছে কিশোর গ্যাংয়ের সংখ্যা। ২০২২ সালে যেখানে ১৭৩টি কিশোর গ্যাং ছিল, ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ২৩৭টি। তার মধ্যে রাজধানীতেই রয়েছে ১২৭টি। ওই কিশোর গ্যাং সদস্যরা ইভ টিজিং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ জড়াচ্ছে খুনের মতো অপরাধেও।
সূত্র জানায়, কিশোর-তরুণরা বর্তমানে ইন্টারনেট ব্যবহারে ইতিবাচক দিকের চেয়ে নেতিবাচক দিকেই বেশি ঝুঁকছে। কিশোর-তরুণদের ফেসবুক, টিকটক, লাইকি, মাইস্পেসসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার বিপথগামী করে তুলছে। বেশিরভাগ শিক্ষিত তরুণ ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ব্লগিং করে অর্থ উপার্জনের জন্য নেমে পড়ছে। যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে সহযোগিতা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে খোলামেলাভাবে পাওয়া যাচ্ছে মাদক বিক্রির তথ্য। প্রযুক্তিগত অপব্যবহারে ওই ধরনের সামাজিক অবক্ষয় বাড়ছে। বাংলাদেশে প্রায় ৬৯ শতাংশ কিশোর অপরাধ জগতে আসে দারিদ্র্যের কারণে। পারিবারিক কলহ, বাবা-মায়ের অবহেলা এবং স্নেহ-ভালোবাসার অভাব কিশোরদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং অপরাধপ্রবণ করে তোলে। আর শিক্ষার অভাব তাদের ভালো-মন্দ বিচার করার ক্ষমতাকে হ্রাস করে। ফলে সহজেই অপরাধের পথে পা বাড়ায় কিশোররা। তাছাড়া শিল্পায়ন, নগরায়ণ এবং বিদেশি সংস্কৃতির প্রভাবে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। যা কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে অপরাধ বিশেষজ্ঞদের মতে, কিশোর গ্যাং সমস্যা থেকে উত্তরণে কিশোর-তরুণদের বঞ্চনা কমাতে হবে, রাষ্ট্রকে আর্থিক ও শিক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও জরুরি। বাংলাদেশে কিশোর অপরাধ একটি মারাত্মক সামাজিক সমস্যায় পরিণত হচ্ছে। যা দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা থেকে শুরু করে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধেও কিশোরদের সম্পৃক্ততা বাড়ছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মনিরুল ইসলাম জানান, দিন দিন সমাজে বঞ্চনা, অর্থনৈতিক অসমতা বাড়ছে। বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যাও।
এক গবেষণার তথ্যানুযায়ী, ৩২ শতাংশ শিক্ষিত তরুণ দেশ ছেড়ে চলে যেতে চায়। রাজনৈতিক দ্বন্দ্ব অনাস্থা শৃঙ্খলা তৈরিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিশোর-তরুণদের ইমোশন বেশি থাকে। তারা সামাজকে ভাঙতে পারে,গড়তে পারে, বিপ্লব করতে পারে। কোনো বিশৃঙ্খলা দেখলে তরুণদের মাঝে ক্ষোভ জন্মায়।



































































