মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ীতে উপজেলায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় ফুলবাড়ী উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে বৃহস্পতিবার বেলা ১১টায় পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসহাক আলী। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মৎস্য অফিসের সহকারি পরিচালক পূরবী রানী রায়, ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান, এনসিপির নেতা আহমেদ জাকিরসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, ৩৬৬ কেজি মাছের পোনা ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং ৫টি উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।