সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অন্তর্গত বাজালিয়া ইউনিয়নে বাস স্টেশন এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে বাণিজ্য চালাচ্ছেন হকাররা। বান্দরবান জেলার প্রধান এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটির উত্তর পাশে রয়েছে পুরানগড়-ধোপাছড়ি যাতায়াতের একমাত্র সড়ক এবং বাজালিয়া স্টেশনের উপর দিয়ে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহাম্মদ বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, বাজালিয়া হেদায়াতুল উলুম ফাজিল মাদ্রাসা, শেরেবাংলা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, গার্ডেন। হাজার হাজার ছাত্র-ছাত্রী ও জনসাধারণ এই সড়ক দিয়ে দৈনন্দিন যাতায়াত করে থাকেন। কিন্তু প্রতিনিয়ত এই অবৈধ স্থাপনার কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বান্দরবান প্রধান সড়কের উত্তর পাশে পুরানগড় ও ধোপাছড়ি যাতায়াতের একমাত্র সড়ক হওয়ায় সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ স্টেশনে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি জায়গার দুই পাশ সংকুচিত করে ফেলেছে প্রভাবশালী মহল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজালিয়া নিউ মার্কেটের সামনে বান্দরবান সড়কের উপর দোকান বসেছে। এছাড়া মনছুর প্লাজা ও বান্দরবান সড়কের দক্ষিণ পাশে যাত্রী ছাউনীর পাশে অবৈধ স্থাপনা তৈরি করে অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ৩/৪ হাজার টাকা ভাড়া আদায় করে থাকেন প্রভাবশালী মহল। এসব অবৈধ স্থাপনার কারণে বান্দরবান প্রধান সড়কে ময়লা-আবর্জনা এবং দূষিত পানি জমে থাকার কারণে গর্ত সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেক গাড়ি ও পথচারী দুর্ঘটনার শিকার হয়েছে। তাছাড়া যানজট নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যাবৎ বাজালিয়া বাস স্টেশনে জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে।
ইতিপূর্বে সাতকানিয়া উপজেলা প্রশাসন এবং বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ একাধিকবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরেও অবৈধ হকাররা নতুন করে প্রতিদিন অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন কোন কিছুর তোয়াক্কা না করে। অবৈধ কাঁচাবাজারটি ঘিরে স্থানীয় প্রভাবশালীরা বান্দরবান মহাসড়কের পাশে সরকারি খালি জমি দখল করে স্থাপনা গড়ে তুলে অবৈধভাবে ভাড়া আদায় করে আসছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন সময়ে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন ও সড়ক বিভাগ থেকে বলা হলেও এসবে কর্ণপাত করে না দখলদাররা। মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছে একটি অসাধু চক্র। এছাড়া কয়েকবার দখল উচ্ছেদের ২৪ ঘণ্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে।
মহাসড়কের দুই পাশে বোমাং হাট বাজারকে কেন্দ্র করে অবৈধভাবে দোকানপাট তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। এসব বিষয়ে সড়ক বিভাগ কিংবা প্রশাসন কারো কোনো অনুমতি নেই। এছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কে বিভাজক ব্যবহার করা হয়েছে। যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ইতিমধ্যে উপজেলায় কয়েকবার দরখাস্ত দিলেও কোন ধরনের অভিযান পরিচালনা করেনি।
শোনা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুশি করে টিকে থাকা এসব স্থাপনা নিয়ে নানা আলোচনা হচ্ছে। একশ্রেণির কর্মকর্তার অবৈধ অর্থের লালসাই পরিস্থিতিকে গুরুতর করে তুলেছে। ব্যাপারটি একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে অনিয়মের মাশুল দিচ্ছে।
বাজালিয়া বাস স্টেশনটি যানজটমুক্ত গড়ে তুলতে অবৈধ উচ্ছেদের কোনো বিকল্প নেই। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ার পিছনেও অবৈধ স্থাপনা অনেকাংশে দায়ী। এ নিয়ে যেন এক ধরনের ইঁদুর-বিড়াল খেলা চলছে অনেকদিন ধরে। মনে করা হয়, উচ্ছেদ আর অবৈধ স্থাপনা পুনঃস্থাপনের মাঝে চলে টাকার খেলা। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ অভিযান প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ, ছাত্র-ছাত্রীর অভিভাবক ও ব্যবসায়ীরা।