আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যানসারে দীর্ঘদিন ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দয়া, সহানুভূতি ও মানবিক বিচারের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই বিচারককে অনেকেই বলতেন “পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক”। ফক্স নিউজ ও বিবিসি এ খবর জানিয়েছে।
আদালতে ছোটখাটো অপরাধ কিংবা ট্রাফিক আইন ভঙ্গের মামলায় শাস্তির বদলে সহানুভূতিশীল রায় দিয়ে মানুষের মন জয় করেছিলেন তিনি। কখনও জরিমানা মওকুফ করতেন, কখনও বিচারপ্রার্থীদের মানবিক পরিস্থিতি বিবেচনা করে হালকা শাস্তি দিতেন। শিশুদের আদালতে ডেকে এনে বিচারকের আসনে বসানোর ঘটনাও জনপ্রিয় হয়ে ওঠে। তার এসব রায় ও মুহূর্ত টেলিভিশন ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী আলোচনায় আসেন তিনি।
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রচারিত “কট ইন প্রভিডেন্স” অনুষ্ঠান তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। এই টেলিভিশন শোতে আদালতের বাস্তব দৃশ্য তুলে ধরা হতো, যেখানে ফ্রাঙ্ক ক্যাপ্রিওর সহানুভূতিশীল রায়গুলো দর্শকদের মন ছুঁয়ে যেত। এই অনুষ্ঠান এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয়। ইউটিউব ও সামাজিক মাধ্যমে তার ভিডিও শত কোটি বারের বেশি দেখা হয়েছে।
১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান ফ্রাঙ্ক ক্যাপ্রিও। চার দশক দায়িত্ব পালনের পর ২০২৩ সালে তিনি অবসরে যান। শেষ জীবনে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে সবার কাছে দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছিলেন।
রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এক শোকবার্তায় বলেন, “বিচারক ক্যাপ্রিও শুধু জনগণের সেবাই করেননি, তিনি ছিলেন বিচারকের আসনে মানবতার এক অনন্য প্রতীক।”
ফ্রাঙ্ক ক্যাপ্রিও বিশ্বাস করতেন, আইন সবার জন্য সমান হলেও বাস্তব জীবনে নিম্ন আয়ের মানুষ প্রায়শই আইনি সহায়তা ছাড়াই লড়াই করতে বাধ্য হয়। তাই বিচার প্রক্রিয়ায় দয়া, ন্যায্যতা ও সহানুভূতির সমন্বয় করেই তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে।