মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” -এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুর আলম, আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মওলানা নবিউল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচীব মানিক মন্ডল, উপজেলার মৎস্য চাষীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলায় মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।