নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা আজ রোববার একসঙ্গে রাজনৈতিক সমাবেশ, সাংস্কৃতিক আয়োজন ও গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষার কারণে উত্তপ্ত ও ব্যস্ত এক দিন পার করছে। শহরের কেন্দ্রস্থল শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তিনটি সমাবেশ ঘিরে ব্যাপক জনসমাগমের আশঙ্কায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সকালে শুরু হওয়া এই ব্যস্ততা দুপুর গড়াতেই যানবাহনের চাপ এবং জনসমাগমের কারণে আরও তীব্র হয়। এদিনই সারাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজধানীবাসীকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
রাজনৈতিক কর্মসূচির মধ্যে ছাত্রদল শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সময়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবির আয়োজন করেছে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলমান রয়েছে সাইমুম শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজন ‘জুলাই জাগরণ’। তৃতীয় দিনের এই আয়োজনেও উপস্থিত রয়েছে বিপুল দর্শক ও অংশগ্রহণকারী। সব মিলিয়ে শহরের কেন্দ্রস্থলজুড়ে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমধর্মী এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ। তবে যানবাহনের চাপ, যানজট ও জনভোগান্তির শঙ্কায় সকাল থেকেই সক্রিয় অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম জানান, প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য আজ রাজধানীতে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে ৮ হাজার নিয়মিত পুলিশের পাশাপাশি ৬ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বহু সদস্য।
তিনি বলেন, “আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না। প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি।”
শনিবার রাতে ডিএমপি’র পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় একাধিক সমাবেশ ও কর্মসূচি থাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ ও বিকল্প রুট কার্যকর থাকবে। যানজট এড়াতে রাজধানীবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয় এবং বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়।
ছাত্রদলের পক্ষ থেকে জনভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা শহীদ মিনারে সমাবেশের জন্য পূর্বে অনুমতি পেয়েছিলাম। তবে জাতীয় নাগরিক পার্টির অনুরোধে আমরা শাহবাগে স্থানান্তর করি। রাজধানীবাসীর ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আগাম দুঃখ প্রকাশ করছি।”
ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশের শৃঙ্খলা রক্ষায় কিছু কড়াকড়ি নির্দেশনাও দেওয়া হয়েছে। ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন নিষিদ্ধ করা হয়েছে। ইউনিটভিত্তিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জরুরি যান চলাচলে সহযোগিতা ও সমাবেশ শেষে এলাকা পরিষ্কার রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপির পক্ষ থেকেও ঢাকাবাসীর ভোগান্তির বিষয়ে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে, সমাবেশের পাশাপাশি তারা আজ তাদের ‘জাতীয় ইশতেহার’ প্রকাশ করবেন। এই কর্মসূচিরই অংশ হিসেবে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজন চলছে, যেখানে তরুণদের গণতান্ত্রিক ভাবনায় উদ্বুদ্ধ করতে গান, কবিতা, বিতর্ক ও আলোচনার আয়োজন করা হয়েছে।
ডিএমপির সঙ্গে র্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার, আজিজ মার্কেট ও ঢাকা মেডিকেল সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায়, বিকল্প রুট হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, বাংলামোটর লিংক রোডসহ অন্যান্য সংযোগপথ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজকের দিনটি একদিকে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তির প্রকাশ, অন্যদিকে নাগরিকদের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষায় পরিণত হয়েছে। শহরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক কর্মকান্ডের ভারসাম্য রক্ষা-এই চ্যালেঞ্জ এখন আইন-শৃঙ্খলা বাহিনী ও অংশগ্রহণকারী সংগঠনগুলোর সামনে।