তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে চাইলে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসও দেওয়া যায়। যা ২৪ ঘণ্টা স্থায়ী হয়।
এবার মেটা হোয়াটসঅ্যাপে ‘স্ট্যাটাস বিজ্ঞাপন’ ও ‘প্রমোটেড চ্যানেল’ নামে দুটি নতুন সুবিধা যুক্ত করছে। মূলত নিজেদের আয় বাড়াতেই এই পদক্ষেপ তাদের। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিজ্ঞাপন আনার ঘোষণা দিয়েছিল মেটা।
অন্যান্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের সময় যেমন বিজ্ঞাপনের ঝক্কি পোহাতে হয়। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তা এতদিন ছিল না। এই মেসেজিং অ্যাপ বিজ্ঞাপন মুক্ত ছিল। যা এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। তবে এখন আর সেই সুবিধা থাকছে না হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, এরই মধ্যে অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে ‘স্ট্যাটাস বিজ্ঞাপন’ ও ‘প্রমোটেড চ্যানেল’ সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে সীমিতসংখ্যক ব্যবহারকারী সুবিধাগুলো ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
স্ট্যাটাস বিজ্ঞাপন সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে বন্ধু বা পরিচিতজনের স্ট্যাটাসের মাঝে বিভিন্ন কনটেন্টের বিজ্ঞাপন দেখা যাবে। প্রতিটি বিজ্ঞাপন স্পষ্টভাবে ‘স্পনসরড’ হিসেবে চিহ্নিত থাকবে, যাতে ব্যক্তিগত ও প্রচারমূলক স্ট্যাটাসের পার্থক্য বোঝা যায়।
মেটার দাবি, প্রমোটেড চ্যানেল সুবিধা মূলত হোয়াটসঅ্যাপের পাবলিক চ্যানেলগুলোকে অন্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। যেসব ব্যবসা বা কনটেন্ট নির্মাতা অর্থ ব্যয় করে চ্যানেল প্রমোট করবেন, তাদের চ্যানেল হোয়াটসঅ্যাপ ডিরেক্টরিতে শীর্ষে থাকবে এবং ‘স্পনসরড’ ট্যাগযুক্ত হিসেবে প্রদর্শিত হবে। এতে অর্গানিক উপায়ে দ্রুত চ্যানেলের প্রচারণা চালানো যাবে।
এখানে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা পুরোপুরি বজায় থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই বিজ্ঞাপনগুলো স্ট্যাটাস ও চ্যানেলের মতো পাবলিক অংশেই সীমাবদ্ধ থাকবে। ব্যক্তিগত বার্তা বা চ্যাটের মধ্যে কোনো ধরনের বিজ্ঞাপন দেখানো হবে না। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা কোনোভাবেই ক্ষুন্ন হবে না।



































































