কাজী সাব্বির আহমেদ দীপু : মুন্সীগঞ্জের শ্রীনগরে যমজ দুই সন্তান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সংসারে অভাব-অনটন এবং স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে নিজের কোলে ঘুমিয়ে থাকা যমজ দুই সন্তানকে ঘরের জানালা দিয়ে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে গর্ভধারিণী মা শান্তা বেগম।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের বিভৎস চিত্র তুলে ধরেন মা শান্তা বেগম। একই সঙ্গে স্বামী সোহাগকে ফাঁসাতে সাজানো নাটকের তথ্যও অকপটে স্বীকার করেন শান্তা। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।
জবানবন্দিতে মা শান্তা বেগম বলেন, ঘটনার এক থেকে দেড় ঘন্টা আগে স্বামী সোহাগ শেখকে সন্তানদের জন্য দুধ, খাবার ও তার জন্য কিছু সামগ্রী কিনে আনতে বলেন। এসময় স্বামী সোহাগ ফোনে স্ত্রী শান্তার সঙ্গে রাগারাগি করেন। শান্তা বলেন, এসময় তার কোলে ঘুমিয়েছিল সামিয়া ও লামিয়া। স্বামী রাগারাগি করায় সন্তানদের কোলে নিয়ে বসতঘরের ভিতরে হাঁটাহাঁটি করছিল শান্তা। একপর্যায়ে স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে কোলে ঘুমিয়ে থাকা যমজ দুই সন্তানের মধ্যে প্রথমে লামিয়াকে ঘরের উত্তর পাশের জানালা দিয়ে নিক্ষেপ করে পানিতে ফেলে দেয়। এরপর একইভাবে সামিয়াকেও পানিতে নিক্ষেপ করে মা শান্তা বেগম। এরপর ভাবতে থাকে কি করা যায়। এসময় ভয়ে আঁতকে ওঠে শান্তা। অশরীরি ভয় তাকে ঘিরে ধরে। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সুকৌশলে যমজ দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় স্বামী সোহাগ শেখকে জড়িয়ে ফেলার পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে শান্তা তার শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীদের কাছে সংসারে অভাব-অনটন নিয়ে তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগে আছে জানায় এবং এর জের ধরে ক্ষুব্ধ হয়ে স্বামী সোহাগ তাদের যমজ দুই সন্তানকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে বলে সকলের কাছে বিশ্বাসযোগ্য করার চেষ্টা চালায়।
শান্তা বেগম আরও বলেন, পরিকল্পনা মতোই ঘটনার পর থেকে গ্রামবাসী ও পুলিশের কাছে দুই সন্তানকে স্বামী সোহাগ হত্যা করেছে বলে মিথ্যা বক্তব্য দিতে থাকে। ফলে হত্যার রহস্য উদঘাটন নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়। অবশেষে অনুশোচনার কাছে পরাজিত হলো মা শান্তা।
শান্তা বেগম বলেন, ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। সন্তান হত্যার দায়ে নিজেকে ক্ষমা করতে পারছেন না। যে রাগ মুহূর্তেই সন্তানদের জীবন কেড়ে নিল, সেই রাগ আজ অনুশোচনায় পরিণত হয়েছে।
স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা এমন নির্মম ঘটনায় হতবাক। তারা বলছেন, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে এমন মর্মান্তিক হত্যাকান্ড ঘটেছে- যা সমাজে গভীর দাগ রেখে যাবে। এই ঘটনা পারিবারিক সহিংসতা ও মানসিক স্বাস্থ্য বিষয়ে নতুন করে ভাবনার সুযোগ এনে দিয়েছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, হত্যার সঙ্গে নিজে জড়িত নেই -এমন চেষ্টা চালালেও দীর্ঘ সময় পর নিজ গর্ভে জন্ম নেওয়া যমজ দুই সন্তানকে হত্যা এবং এ ঘটনায় স্বামী সোহাগকে ফাঁসানোর অভিপ্রায়ের সঙ্গে পরাজিত হয় অনুশোচনা থেকে। মায়ের মমতার কাছে পরাজয় বরণ করে গর্ভধারিণী মা শান্তা বেগম। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে শান্তা বেগম কি কারণে এবং কিভাবে তার দুই ঘুমন্ত সন্তানকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে তার পুরো ঘটনা বর্ণনা করেন।
উল্লেখ্য, সংসারে অভাব-অনটনের কারণে দাম্পত্য কলহের জের ধরে গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের বিবন্দী গ্রামের বিলের পানিতে ফেলে দিয়ে ৬ মাস বয়সী যমজ দুই বোন লামিয়া ও সামিয়া হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে বিবন্দী গ্রামে গিয়ে নিহত দুই শিশুর মরদেহ হেফাজতে নেয় পুলিশ। একই সময়ে হত্যার ঘটনায় একে অপরকে দোষারোপ করে বক্তব্য দেওয়ায় মা শান্তা বেগম ও বাবা সোহাগ শেখকে আটক করে পুলিশ। পরে সোমবার রাতে এবং মঙ্গলবার দিনে ও রাতে পৃথকভাবে দফায় দফায় শান্তা ও সোহাগকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রথমে হত্যার ঘটনায় একে অপরকে দোষারোপ করলেও একপর্যায়ে অনুশোচনার কাছে পরাজিত হয়ে মা শান্তা বেগম স্বীকার করেন এবং ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে জানায়, স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে তিনিই দুই সন্তানকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে।